নিহত বিদ্যুৎ রাজশাহীর বাঘা এলাকার মোহাম্মদ মাসুদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বাঘা আলাইপুর বালুরঘাট থেকে বালু ভর্তি ট্রাক ওয়ালিয়ার উদ্দেশে যাচ্ছিলো। পথে বাগাতিপাড়া-দয়রামপুর রোডের চিমনাপুর এলাকায় আসলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।
এতে বালির নিচে চাপা পড়ে বিদ্যুৎ নামে ওই শ্রমিকের মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছে।