,

ঈদের খরচ না পেয়ে নানিকে ছুরিকাঘাতে হত্যা

ফাইল ফটো

জেলা প্রতিনিধি, বগুড়া: ঈদ খরচের টাকা না পেয়ে বগুড়ায় ইয়াকুব আলী (১৯) নামে এক যুবক তার নানি আছিয়া বেওয়াকে খুন করেছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১১ মে) রাতে এ সদর উপজেলার বালা কৈগাড়ি গ্রামে এ খুনের ঘটনা ঘটে। খুনের কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ ইয়াকুব আলীকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, ইয়াকুব আলী ঈদ খরচের জন্য তার নানির কাছে ৩ হাজার টাকা দাবি করে। টাকা না দিতে না পারায় ইয়াকুবের ধারণা তার নানির কাছে টাকা থাকার পরেও তাকে দেয়নি। এ কারণে ইয়াকুব পরিকল্পনা করে নানিকে খুন করে কাছে থাকা টাকা হাতিয়ে নেবে। সেই অনুযায়ী মঙ্গলবার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে চাকু নিয়ে নানির বাড়িতে গিয়ে আবারও টাকা দাবি করে। নানি টাকা না দিলে তার গলায় ছুরিকাঘাতে হত্যা করে। এরপর ঘর তল্লাশি করেও টাকা না পেয়ে ফিরে যায়।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম জানান, মঙ্গলবার রাতেই ইয়াকুব আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াকুব স্বীকার করেছে ৩ হাজার টাকা না পেয়ে তার নানিকে হত্যা করেছে।

এই বিভাগের আরও খবর