,

ঈদের দিনেও ভোগাবে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: মাসের শুরুর দিকে তাপপ্রবাহ থাকলেও তা কেটে গিয়ে বর্তমানে বেড়েছে বৃষ্টিপাতের প্রবণতা। এই ধারা আগামী কয়েকদিন অব্যাহত থাকার পর আবার তা কমতে শুরু করবে। ফলে ঈদুল ফিতরের দিনেও থাকতে পারে বৃষ্টির ভোগান্তি।

ঈদের সময়টায় তেমন বর্ষণ না থাকলেও এক পশলা বৃষ্টি থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আরিফ হোসেন।

তিনি বলেন, ঈদের দিন সকালে ও বিকালে বৃষ্টি হতে পারে। তবে ভারি বর্ষণের তেমন আভাস নেই; হতে পারে এক পশলা বৃষ্টি। রাজধানীতেও হালকা বৃষ্টি হতে পারে। রংপুর ও সিলেট অঞ্চলে বৃষ্টির প্রবণতা থাকবে বেশি।

১৪-১৫ এপ্রিল পর্যন্ত বৃষ্টির প্রবণতা থাকবে বলেও জানান এই আবহাওয়াবিদ।

এদিকে বাংলাদেশে বুধবার চাঁদ দেখা গেলে বৃহস্পতিবারই ঈদুল ফিতর হবে। আর চাঁদ দেখা না গেলে ঈদ হবে শুক্রবার।

চলতি মাসেই অন্তত একটি ঘূর্ণিঝড় এবং দুই থেকে তিনটি তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। তবে ঈদের সময়টায় সাগরে কোনো ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা নেই। কালবৈশাখীর কারণে নদীবন্দরে সতর্কতা রয়েছে, তা কিছু কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে।

এই বিভাগের আরও খবর