কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে দেড় কেজি গাজাসহ রাসেল শেখ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ মে) রাত সোয়া ২ টার দিকে উপজেলার আড়ুয়াকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাসেল ওই গ্রামের মো. হাবিবুর রহমান শেখের ছেলে।
কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আড়ুয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে রাসেলকে আটক করে পুলিশ। পরে তার হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে ১ কেজি ৪৫০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।
পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, এ ঘটনায় কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে গোপালগঞ্জ জেলহাজতে পাঠিয়ে দেয়া হয়েছে।