,

ঈদের জামা না পেয়ে স্কুলছাত্রের আত্মহত্যা

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ঈদের নতুন জামা কিনে না দেওয়ায় বাবার সাথে অভিমান করে গলায় ফাঁস নিয়ে রানা বিশ্বাস (১৫) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে।

আজ সোমবার (৩ মে) সকালে উপজেলার আমতলী ইউনিয়নের দক্ষিণ গচাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

রানা বিশ্বাস ওই গ্রামের আল আমিন বিশ্বাসের ছেলে ও কোটালীপাড়া পাবলিক ইনষ্টিটিউটের নবম শ্রেণির ছাত্র।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে রানা বিশ্বাস তার বাবার কাছে একটি নতুন জামা কেনার বায়না ধরেছিল। কিন্তু তার দরিদ্র বাবা জামা কিনে দিতে চায়নি। এতে বাবার ওপর অভিমান করে বাড়ির পাশে একটি বটগাছের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রানা।

কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতের স্বজনদের কোন অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এই বিভাগের আরও খবর