স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বৃহস্পতিবার রাত নয়টার দিকে তাকে সিএমএইচে ভর্তি করা হয়।
পারিবারিক সূত্র জানায়, রওশন এরশাদ রোজা রাখছেন। প্রচণ্ড গরমে বৃহস্পতিবার তার শরীরে পানিশূন্যতা দেখা দেয় ও পেটে গ্যাস হয়। এরপর তাকে হাসপাতালে ভর্তি হয়।
সিএমএইচে রওশন এরশাদের করোনা পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট নেগেটিভ এসেছে।