,

রাস্তা পার হয়ে মায়ের কাছে যাচ্ছিলো শিশুটি, অতঃপর…

জেলা প্রতিনিধি, নেত্রকোনা: রাস্তা পার হয়ে মায়ের কাছে যাচ্ছিলো ৫ বছরের শিশু ফাইজার আক্তার ইমো। এমন সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বুধবার (২১ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের মহিষভেড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ইমো মহিষভেড় গ্রামের ইউনূছ আলীর মেয়ে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে ওই শিশুটির মা রাস্তার পাশে ধান সিদ্ধ করার কাজ করছিলেন। এ সময় শিশুটি তাদের বাড়ি থেকে রাস্তা পার হয়ে মায়ের কাছে যাচ্ছিল। হঠাৎ পেছন থেকে জারিয়াগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।

পূর্বধলা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও খবর