নিহত দাদন খলিফা (৩০) সদর উপজেলার গয়ঘর খলিফাকান্দি গ্রামের সেকেন্দার খলিফার ছেলে।
গ্রামের পথে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তাকে হত্যা করা হয় বলে পালং থানার ওসি মো. আকতার হোসেন জানান।
পুলিশ জানায়, প্রতিবেশীদের সঙ্গে দাদন খলিফার বিরোধ চলছে। এর জেরে বৃহস্পতিবার রাতে দাদন খলিফা নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন তাকে ধরে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
নিহতের চাচাত ভাই ইদ্রিস খলিফা বলেন, দাদন খলিফাকে প্রতিবেশীরা পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে ধরে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। আমরা এর সুষ্ঠ বিচার চাই।
এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ আসামি গ্রেপ্তারের চেষ্টা করছে বলে ওসি আকতার হোসেন জানিয়েছেন।