,

দরজা খুলে স্বামীর অপেক্ষায়, ঘরে ঢুকল ধর্ষক!

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: রাতে দরজা খুলে রেখে স্বামীর জন্য অপেক্ষা করে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ।

মঙ্গলবার (১৩ এপ্রিল) দিবাগত রাতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বুধবার ওই গৃহবধূ বাদী হয়ে সাইফুল হাওলাদার (৩৫) নামে এক যুবককে আসামী করে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ওই গৃহবধূ স্বামী বাড়ি ফেরার অপেক্ষায় ঘরে দরজা খুলে শুয়ে ছিলেন। এ সময় একই গ্রামের হাবিব হাওলাদারের ছেলে সাইফুল হাওলাদার ঘরে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণ করে।

কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার ধর্ষণের শিকার ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। আসামি সাইফুল হাওলাদারকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এই বিভাগের আরও খবর