কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে পাগলকে মারধরের ঘটনায় রফিকুল ইসলাম (২৭) নামে এক মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে উপজেলার ভাটিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রফিকুল গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া গ্রামের আব্দুল ওয়াদুদ দাড়িয়ার ছেলে। তিনি উপজেলার পিংগলিয়া এলাকার একটি মসজিদের ইমাম।
কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) জুনায়েদ হোসেন জানান, একজন পাগলকে মারধরের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পাগলকে মারধর করায় উত্তেজিত এলাকাবাসী ইমামকে মারতে উদ্যত হয়। আমরা বিক্ষুব্ধ জনতার হাত থেকে ইমামকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরে হাসপাতালে ভিকটিমের শারীরিক অবস্থা দেখতে গেলে তাকে হাসপাতালে পাইনি।
জেলা প্রতিনিধি, সাতক্ষীরা: