জেলা প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাংয়ে আগুনে পুড়ে ঘুমন্ত তিন শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ মার্চ) মধ্যরাতে হারবাং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবান ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তিন জন হলেন- সাবান ঘাটা এলাকার জাকের হোসেন মিস্ত্রির ছেলে মো. জাহেদুল ইসলাম (১২), মীম আক্তার (১০) ও মিতু মনি (৮)। তারা সবাই জাকের হোসেনের সন্তান।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকের মোহাম্মদ জুবাইয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, হঠাৎ আগুন লাগায় শিশুরা ঘর থেকে বের হতে পারেনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।