জ্যেষ্ঠ প্রতিবেদক: দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকলেও সিলেট বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
রোববার রাতে (১৪ মার্চ) আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানায়। আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, সিলেটে অঞ্চলে একাধিক স্থানে বজ্র বৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আর পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়া পরিস্থিতিতে সামান্য পরিবর্তন হতে পারে। আর বর্ধিত পাঁজ দিনের আবহাওয়ার অবস্থায় তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। গত ২৪ ঘণ্টায় সরোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল সৈয়দপুরে ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সিলেট বিভাগের দুই একজায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।