,

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খোলার সিদ্ধান্ত চূড়ান্ত হবে আজ

বিডিনিউজ ১০ ডটকম: পহেলা মার্চ থেকে আবাসিক হল খুলে দেয়ার দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ একাডেমিক কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে জানিয়েছেন, উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান। তবে জাতীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ কম বলেও জানান তিনি।
আবাসিক হল খুলে দেয়ার দাবিতে সোমবার দুপুরে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এসময় তারা বলেন, ১৭ই মে আবাসিক হল খুলে দেয়ার সিদ্ধান্তে তাদের আস্থা নেই। কারণ এর আগেও বেশ কয়েকবার হল খোলার সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে।

সমাবেশ শেষে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এরপর হল খোলার দাবিতে উপাচার্যকে স্মারক লিপি দেন তারা। শিক্ষার্থীদের সাথে কথা বলে উপাচার্য ব্রিফিংয়ে জানান, একাডেমিক কাউন্সিলের বৈঠকে হল ও পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে।

শিক্ষার্থীরা বলছেন, একাডেমিক কাউন্সিলে হল খুলে দেয়ার সিদ্ধান্ত না হলে, আবারো আন্দোলনে যাবেন তারা।

এই বিভাগের আরও খবর