বিচারিক আদালত এই মামলায় ১০ জঙ্গিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে, আর চারজনের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। মামলাটি বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামানের বেঞ্চে কার্যতালিকার শীর্ষে রাখা হয়েছে।
এর আগে পহেলা ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড পাওয়া ১০ আসামির ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষ করে রায়ের দিন ঠিক করা হয়। কোটালিপাড়া শেখ লুৎফর রহমান আর্দশ কলেজ মাঠে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশস্থলের পাশেই ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখা হয়। যা পরে উদ্ধার করা হয়।
এ ঘটনায় হরকাতুল জিহাদ নেতা জঙ্গি মুফতি হান্নানকে প্রধান আসামি করে দুটি মামলা করা হয়। মামলার বিচারিক কাজ শেষ করে ২০১৭ সালের ২০শে আগস্ট হরকাতুল জিহাদের দশ জঙ্গিকে মৃত্যুদণ্ডের রায় দেয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল।