কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: নির্বাচনী তফসিল ঘোষণার আগেই জমে উঠেছে কাশিয়ানী উপজেলার বেথুড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণা।
বেথুড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. খায়েরুজ্জামান খায়েরের পক্ষে বের হয় বিশাল এক শো-ডাউন।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রামদিয়া হাটের বিভিন্ন গলি প্রদক্ষিণ শেষে মিছিলটি একই স্থানে এসে শেষ হয়।
পরে সেখানে কয়েক শ’ লোকের উপস্থিতিতে সমাবেশে অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ, বিশিষ্ট শিল্পপতি সবুজ মিয়া, ইউপি সদস্য আরোজ আলী মোল্যা, মোরাদ মোল্যা, নির্মল মজুমদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি জিয়া মিয়া, ছাত্রলীগের সভাপতি রাব্বি মিয়া, তরিকুল মিয়া, লিপন শেখ প্রমুখ।
মো. খায়েরুজ্জামান ইউনিয়নবাসীকে উদ্দেশ্য করে আরো বলেন, ‘আমি নৌকা প্রতীক নিয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে অংশীদার হতে চাই। আমি অবহেলিত বেথুড়ী ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। নির্বাচিত হয়ে রাস্তা-ঘাট, হাট-বাজার, স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসাসহ ধর্মীয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করতে চাই। এছাড়া বাল্যবিবাহ, মাদক, জঙ্গী, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত একটি ইউনিয়ন গড়ে তুলবো।’