ঝুঁকিপূর্ণ ৪শ’ ১০টি কেন্দ্র চিহ্নিত করে নেয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
মাঠে আছে র্যাব-পুলিশ, সোয়াট ও কাউন্টার টেররিজম ইউনিটের প্রায় ১০ হাজার সদস্য। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে জানিয়ে ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।
এদিকে, জাতীয় পরিচয় পত্র ছাড়া কাউকে কেন্দ্রে ঢুকতে দেয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। এবারের নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপিসহ সাতজন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন।