মাদারীপুর: ঘন কুয়াশার কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল। শনিবার দিবাগত (২৩ জানুয়ারি) রাত দেড়টা থেকে নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
এছাড়াও রোববার সকাল থেকে বন্ধ রয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচল।
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, মধ্য রাতের দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌরুটের দিকনির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে আসে। এ সময় পদ্মা নদীতে দিকনির্ণয়ে ব্যর্থ হয় ফেরিগুলো। ফলে দুর্ঘটনা এড়াতে রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় চলাচলরত বেশ কয়েকটি ফেরি পদ্মা নদীর বিভিন্ন স্থানে নোঙর করে রাখা হয়েছে।
এছাড়াও ভোর থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ আছে বলে ঘাট সূত্রে জানা গেছে।
বিআইডব্লিউটিসির মেরিন কর্মকর্তা আহমদ আলী জানান, এ তথ্য নিশ্চিত করে জানান, কুয়াশা কেটে গেলে নৌযান চলাচল স্বাভাবিক হবে।