বিডিনিউজ ১০ ডটকম: দেশের সর্বনিম্ন ৬ দশমিক ৫ মাত্রার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয়।
শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে জেলায় এ তাপমাত্রা রেকর্ড করা হয় যা মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
নওগাঁ আবহাওয়া অফিসের টেলিপ্রিন্টার অপারেটর রিপন আহম্মেদ বিষয়টি জানিয়েছেন।
রিপন বলেন, ভোর থেকেই জেলাজুড়ে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলছে। তবে ঠান্ডার কারণে ব্যাহত হচ্ছে চলতি মৌসুমের ধান রোপণ। শীতে কষ্টে রয়েছেন ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও ছিন্নমূল মানুষ। গত তিন দিন থেকেই এমন আবহাওয়া বইছে জেলাজুড়ে।
এমন আবহাওয়া আরও কয়েক দিন থাকতে পারে বলে জানান তিনি।