বাবুবাজারে মিনিকেট বিক্রি হচ্ছে দোকান ও মানভেদে ৫৬ থেকে ৬০ টাকা কেজি।
এছাড়া নাজিরশাইল ৫৮ থেকে ৬৪ টাকা, বিআর আটাশ ৪৫ থেকে ৪৭, পাইজাম ৪৫ থেকে ৫০ টাকা কেজি পাইকারিতে।
বিক্রেতারা বলছেন, মিল থেকে এখনো কম দামের চাল পাচ্ছেন না তারা। আমদানি করা চাল বাজারে এলে দাম কমতে পারে, সেই আশঙ্কায় ২ থেকে ৩ টাকা লোকসানেই চাল বিক্রি করছেন বলে দাবি বিক্রেতাদের।
কয়েকদিনের ব্যবধানে রাজধানীতে কেজি ৩ থেকে ৫ টাকা বেড়েছে চিনির দাম। খুচরায় খোলা চিনি বিক্রি হচ্ছে ৬৫ টাকা কেজি। দাম কিছুটা কমেছে খোলা সয়াবিন তেলের। ভালো মানের খোলা সয়াবিন তেল ১১৮ থেকে ১২১ টাকা লিটার।
এছাড়া, সয়াবিন সুপার ১০৭ থেকে ১০৮ টাকা এবং পামওয়েল বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১০৬ টাকা লিটার।
বিক্রেতারা বলছেন, দাম ৪ থেকে ৫ টাকা কমলেও খোলা তেলের সরবরাহ কম।