,

যুবকের আঙ্গুল কাটা মরদেহ উদ্ধার

ফাইল ফটো

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় একটি ড্রেন থেকে হাতের পাঁচ আঙ্গুল কাটা অজ্ঞাত পরিচয়ে (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আশুলিয়ার পলাশবাড়ি এলাকার অলিম্পিয়াড ভবনের পাশের ড্রেন থেকে অজ্ঞাত যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন জানানবৃহস্পতিবার সকালে পথচারীরা পুলিশে খবর দেন পলাশবাড়ী এলাকায় একটি ড্রেনে এক যুবকের মরদেহ পড়ে আছে৷  সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি অপারেশন) আব্দুর রশিদ জানানমরদেহ উদ্ধারের পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহত যুবকের হাতের পাঁচ আঙ্গুল কাটা রয়েছে। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতে কোনো এক সময় হত্যা করে তাকে ড্রেনের ভেতরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। শনাক্তকরণের জন্য বিভিন্ন থানায় ছবিসহ তথ্য পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর