,

কোটালীপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে চিকিৎসক গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সোলায়মান শাহ (৫০) নামে এক হোমিও চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত সোলায়মান শাহ চাঁদপুর জেলার মতলব উপজেলার ছোট কিনারচর গ্রামের হযরত আলীর ছেলে। সে কোটালীপাড়া উপজেলার অবদারহাটে হোমিও চিকিৎসা করেন।

স্থানীয় সূত্রে জানাগেছে, বুধবার সোলায়মান শাহ নিজ চেম্বারে বসে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই স্কুল ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে হোমিও চিকিৎসক সোলায়মান শাহকে হাতেনাতে ধরে ফেলে। খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোলায়মান শাহকে আটক করে।

কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, ওই স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা করেছেন। এই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। সোলায়মান শাহ এর আগে গত মে মাসে উপজেলার বুজুর্গোকোন বাজারে একই ধরণের একটি ঘটনা ঘটিয়েছিল। সে ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা হয়েছিল। সেই মামলাটি বর্তমানে চলমান রয়েছে।

এই বিভাগের আরও খবর