লিয়াকত হোসেন লিংকন: মৃদু শৈত্যপ্রবাহে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার জনজীবন বিপর্যন্ত হয়ে পড়েছে।
সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে গোপালগঞ্জ আবহাওয়া অফিস।
এ অবস্থায় চরম দুর্ভোগে পড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। হাড় কাপাঁনো শীতে জবুথবু হয়ে পড়েছে দরিদ্র মানুষ। দুর্ভোগ বেড়েছে গবাদীপশুরও।
কাশিয়ানী ১শ’ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: ওমর আলী জানান, শীতে শিশু ও বয়স্করা সর্দি, কাশি ও হাঁপানীসহ বিভিন্ন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। হাসপাতালে এসব রোগীর সংখ্যা বেড়েছে।
উপজেলার ফুকরা গ্রামের দিনমজুর আব্দুল মজিদ (৪৮) বলেন, ‘আমরা খেটে খাওয়া মানুষ। প্রতিদিন কাজ না করলে আমাদের সংসার চলে না। অতিরিক্ত ঠান্ডার কারণে কাজে যেতে পারিনি।’
নিজামকান্দি গ্রামের ভ্যান চালক ভাষান শেখ (৩৩) বলেন, ‘প্রতিদিন ভ্যান চালাইয়ে সংসার চালাই। ঠান্ডার কারণে হাত পা অবশ হয়ে যায়। আজ দুপুরের পরে ঠান্ডায় ভ্যান চালাতে পারিনি।’
গোপালগঞ্জ আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানান, শনিবার সকাল ৬টায় গোপালগঞ্জের সর্বনিম্ন ৯ দশমিক ১ তাপমাত্র ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আরও ৪/৫ দিন মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাবে। এতে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি।