,

ঘন কুয়াশায় দৌলত‌দিয়া-পাটু‌রিয়ায় ফে‌রি চলাচল বন্ধ

বিডিনিউজ ১০ ডটকম: ঘন কুয়াশার কার‌ণে দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌরু‌টে ফে‌রি চলাচল বন্ধ ক‌রে দি‌য়ে‌ছে ঘাট কর্তৃপক্ষ। যাত্রী ও যানবাহন নি‌য়ে মাঝ নদী‌তে আটকা পড়ে‌ছে কয়েক‌টি ফে‌রি।

এছাড়া নদী পা‌রের অ‌পেক্ষায় পাড়ে আটকা পড়ে‌ছে যাত্রীবা‌হী বাস, প্রাই‌ভেটকার, মাই‌ক্রোবাস ও পণ্যবাহী ট্রাকসহ ক‌য়েকশ যানবাহন।

সোমবার (৭ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দি‌কে পদ্মায় কুয়াশার ঘনত্ব বে‌ড়ে গে‌লে নৌ-দুর্ঘটনা এড়া‌তে এ রু‌টে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

এ‌দি‌কে ফে‌রি বন্ধ থাকায় দৌলত‌দিয়া প্রা‌ন্তের সড়ক ও গোয়ালন্দ মো‌ড়ের সড়‌কে যানবাহন আটক পড়েছে। এতে চরম ভোগা‌ন্তি‌তে প‌ড়ে‌ছে যানবাহ‌নের চালক ও যাত্রীরা।

‌বিআইড‌ব্লিউ‌টি‌সি দৌলত‌দিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বা‌ণিজ্য) খোর‌শেদ আলম জানান, নদী‌তে কুয়াশার ঘনত্ব বে‌ড়ে যাওয়ায় রাত সোয়া ১১টা থে‌কে ফে‌রি চলাচল বন্ধ রাখা হ‌য়ে‌ছে।

কুয়াশার ঘনত্ব কমে গে‌লে পুনরায় ফে‌রি চলাচল শুরু ক‌রা‌নো হ‌বে। ফে‌রি চলাচল স্বাভা‌বিক হ‌লে দ্রুত সি‌রিয়া‌লে থাকা যানবাহ‌নের চাপ ক‌মে যা‌বে ব‌লেও তি‌নি জানান।

এই বিভাগের আরও খবর