বিডিনিউজ ১০ ডটকম: পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ঘন কুয়াশায় কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এসময় উভয় ঘাটে শত শত যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা রয়েছে।
রবিবার দিবাগত রাত ১২টা থেকে দুর্ঘটনা এড়াতে ওই রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়।
এদিকে যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়েছে ছোট বড় চারটি ফেরি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) আবদুস সালাম ও দৌলতদিয়া ঘাটের শাখা ব্যবস্থাপক আবু আবদুল্লাহ্ রনি বিয়ষটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার রাত ১২টা থেকে ঘন কুয়াশার তীব্রতা এতোটাই প্রকোপ ছিল যে কাছের নিকটতম বস্তুটিও দেখা সম্ভব ছিল না। যে কারণে এই রুটের সব ধরনের ফেরি দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষের নির্দেশে বন্ধ রাখা হয়।
তিনি ফেরির মাস্টারদের উদ্ধৃতি দিয়ে জানান, কুয়াশার মাত্রা এতোটাই বেশি ছিলো যে কাছের দৃষ্টি সীমানার বস্তুটিও দেখা সম্ভব ছিল না। যে কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
কুয়াশার মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে আসার পর ফেরি পুনরায় চালু করা হবে।
বিআইডব্লিউটিসি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানালেন, পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি ঘাটে ফেরি পারের অপেক্ষায় কয়েক শত যাত্রীবাহী বাস ও ৬ শতাধিক পণ্যবাহী ট্রাক অপেক্ষমাণ রয়েছে।