,

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হবে, রাতভর কুয়াশা থাকবে

নিজস্ব প্রতিবেদক: সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকলেও রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, একই সঙ্গে রাতে কোথাও কোথাও কুয়াশাও পড়তে পারে।

রোববার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এতথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর ও সিলেটের দু’এক জায়গায় হালকা কিংবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাত ও দিনের তাপমাত্র পায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এই বিভাগের আরও খবর