,

ধর্ম প্রতিমন্ত্রী হচ্ছেন সাংসদ ফরিদুল হক খান

নিজস্ব প্রতিনিধি: ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন জামালপুর-২ আসন থেকে নির্বাচিত ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংসদ মো. ফরিদুল হক খান। আজ মঙ্গলবার প্রতিমন্ত্রী হিসেবে তাঁর শপথ অনুষ্ঠান বঙ্গভবনে হতে পারে। মন্ত্রিপরিষদ বিভাগের একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছে।

গত ১৪ জুন ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তিনি টেকনোক্র্যাট (সাংসদ নন) কোটায় প্রতিমন্ত্রী ছিলেন। এরপর থেকে ধর্ম প্রতিমন্ত্রীর পদ শূন্য ছিল। আওয়ামী লীগের বিভিন্ন সাংসদের নাম ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে এত দিন আলোচনায় ছিল।

মো. ফরিদুল হক খান জামালপুর-২ আসন থেকে এ নিয়ে তিনবার সাংসদ নির্বাচিত হয়েছেন।

এই বিভাগের আরও খবর