লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদর উপজেলায় আগুনে ১১ দোকান পুড়ে ছাই হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়িরবাজারের হক মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এর পর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে মার্কেটের অন্য দোকানগুলোতে। খবর পেয়ে সকাল ৭টা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে এর আগেই ওই মার্কেটের ১১ দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মার্কেটের মালিক আবদুল হক।