,

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীত

পঞ্চগড় প্রতিনিধি: উত্তরের জেলা পঞ্চগড়ে আবারো কমতে শুরু করেছে তাপমাত্রা। সেই সাথে বাড়ছে শীতের প্রকোপ। রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এটিই এই মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এ ছাড়া গত ১০ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা অবস্থান করছে সীমান্তঘেঁষা এই জনপদে।

সন্ধ্যা নামার সাথে সাথে বাড়ছে ঠাণ্ডা। সেই সাথে কুয়াশা পড়তে শুরু করে। মাঝরাতে বৃষ্টির মতো চলে কুয়াশাপাত। সকালে তাপমাত্রা অনেক নিচে নেমে আসে। সেই সাথে কুয়াশায় ঢেকে থাকে পথ-ঘাট। তবে সকাল ৭টা থেকে ৮টার মধ্যেই সূর্যের দেখা মেলে। দুপুর পর্যন্ত সূর্যের তাপ কিছুটা থাকলেও বিকেল গড়াতেই তা কমে আসে।

এদিকে শীতের প্রকোপ বাড়ায় গরম কাপড় বের করেছেন বাসিন্দারা। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত গরম কাপড় ছাড়া বাইরে বের হওয়া যাচ্ছে না। রাতে কাঁথা কম্বল জড়িয়ে ঘুমাতে হচ্ছে। সূর্যের আলোয় সকালে রোদ পোহাতে ভিড় জমে বাড়ির উঠোনে। মিষ্টি রোদে চায়ের কাপে চুমুকে জমে যায় গল্প। এদিকে শীতের দাপট বাড়ার সাথে সাথে ব্যস্ততা বেড়েছে লেপ তোশকের দোকানে। গার্মেন্টগুলোতে গরম কাপড়ের আমদানি শুরু হয়েছে। কাঁচা বাজারে শীতকালীন শাক-সবজির আমদানিও বেড়েছে ব্যাপক।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, গত ১০ দিন ধরে পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা অবস্থান করছে। এখন এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। সাগরে নিম্নচাপ থাকায় তাপমাত্রা কয়েক দিন অপরিবর্তিত থাকবে তারপরে আবারো তাপমাত্রা আরো কমে আসবে।

এই বিভাগের আরও খবর