ফেনী প্রতিনিধি: ফেনীতে নবীনবরণ অনুষ্ঠান থেকে ৪৩ শিবিরকর্মীকে আটক করেছে মডেল থানা পুলিশ।
সোমবার বিকালে ফেনী শহরতলির সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টার থেকে তাদের আটক করা হয়।
অনুষ্ঠানে এইচএসসি ও আলিম শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে ফেনী জেলা, সদর উপজেলা ও স্থানীয় জামায়াতের ছাত্র সংগঠন ছাত্রশিবির।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট কাজী বুলবুল আহমেদ সোহাগ জানান, দুপুরে কমিউনিটি সেন্টারে শিবিরের অন্তত দুইশ’ নেতাকর্মী জড়ো হওয়ার খবর পাই। পুলিশ ৪৩ জনকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়।
ফেনী মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, আটক ৪৩ জনের মধ্যে তিনজনকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।