নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে মৌসুম পেরিয়ে ডেঙ্গুর প্রকোপ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। গত এক সপ্তাহেই হাসপাতালে ভর্তি হয়েছেন অর্ধশতাধিক রোগী। গত বছরও ডেঙ্গুর প্রকোপে নাজেহাল হয়ে উঠেছিল নগরবাসী।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, গত বছরের তুলনায় এ বছর এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করতে পারে। কারণ বসন্তের প্রথম দিক থেকেই মশার উপদ্রব খুব বেশি।
এদিকে জোরেশোরে এডিস নিধন চলছে জানিয়ে সিটি করপোরেশনের দাবি অত্যাধুনিক ট্যাবলেটের ব্যবহারে অনেকটাই কমবে মশার উৎপাত। সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে বেশি থাকে ডেঙ্গুর প্রকোপ। কিন্তু চলতি বছর অক্টোবরের শেষে এসে হঠাৎ করেই আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত এক সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫২ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৪৬ জন এবং ঢাকার বাইরে ছয়জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি মাসেই হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২১ জনে।
ডিএনসিসি উপ প্রধান স্বাস্থ্য কর্মকর্তা লেফট্যানেন্ট কর্নেল মো সারওয়ার বলেন, নতুন একটা ফোর্থ জেনারেশন লার্ভি ট্যাবলেট ফর্মে আনা হয়েছে।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল মেডিসিন বিভাগ সহকারী অধ্যাপক ডা. মোস্তফা কামাল বলেন, দিনে বা রাতে মশারি টানিয়ে নিতে হবে।