,

নাটোরে বন্যাদুর্গত মানুষের পাশে ‘অল ফর ওয়ান ফাউন্ডেশন’

বন্যাদুর্গত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছে ‘অল ফর ওয়ান ফাউন্ডেশন’।

নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় বন্যাদুর্গত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংস্থা ‘অল ফর ওয়ান ফাউন্ডেশন’।

শুক্রবার (২১ আগস্ট) উপজেলা পিপরুল ইউনিয়নের ভুষনগাছা গ্রামের বন্যাকবলিত অর্ধশতাধিক পরিবারের মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অল ফর ওয়ান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কামরুনন্নেছা মিরা, নাটোর জেলা সভাপতি মনিরা মনি, প্রকল্প ম্যানেজার এস এফ সুমন, সহকারী প্রকল্প ম্যানেজার রবিউল ইসলাম প্রমুখ।

খাদ্যসমাগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবন, মুড়ি, চিড়া, গুড়, বিস্কুট, সাবান ইত্যাদি।

এই বিভাগের আরও খবর