গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে একটি মোটর-সাইকেলসহ আন্ত:জেলা মোটর-সাইকেল চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সকালে জেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ এদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত চোরচক্রের সদস্যরা হল, মোঃ হারুণ মোল্লা, মোঃ মিজান মোল্লা ও লিটন শেখ।
এদের বাড়ি গোপালগঞ্জ ও বাগেরহাট জেলার বিভিন্ন স্থানে।
গোপালগঞ্জ থানার এসআই মিজানুর রহমান জানিয়েছেন, কয়েক মাসে জেলার বিভিন্ন স্থান থেকে ১৭টি মোটর-সাইকেল চুরি হয়। এসব অভিযোগের প্রেক্ষিতে প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্ত:জেলা মোটর-সাইকেল চোরচক্রের ওই তিন সদস্যকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে একটি মোটর-সাইকেল উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ছানোয়ার হোসেন জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। আদালতে তাদের রিমান্ড নেয়ার আবেদন জানানো হবে।