,

রাজশাহীতে ৪১৭টি মসজিদে হবে ঈদের জামাত

রাজশাহী প্রতিনিধি: নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কায় সারা দেশে এবার ঈদগাহ ও খোলা জায়গার পরিবর্তে মসজিদেই ঈদের নামাজ আদায় করতে সরকারি নির্দেশনা রয়েছে। তাই আগে থেকেই দেশে বিভিন্ন ঈদগাহগুলোতে করা হয়নি সাজসজ্জার কাজ।

রাজশাহী নগরীর ৪১৭ মসজিদে সরকারি নির্দেশনা মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এবার মসজিদ কমিটির নির্ধারিত সময় অনুযায়ী রাজশাহীতে ঈদের নামাজ আদায় হবে। প্রতিটি মসজিদ কমিটি ঈদের নামাজের সময় নির্ধারণ করেছে।

রাজশাহী নগরীর শাহ মখদুম দরগাহ মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। মসজিদ গেটে রাখা হবে হাত ধোয়ার ব্যবস্থা। সরকারি নির্দেশনা মেনেই সবাইকে ঈদের নামাজ আদায় করতে হবে বলেও জানিয়েছে পুলিশ।

এই বিভাগের আরও খবর