,

ঢাকাগামী যাত্রীদের ঢল থামছেই না

বিডিনিউজ ১০ ডেস্ক: গার্মেন্টস, কলকারখানা খুলে দেওয়ার পর থেকেই ঢাকামুখী মানুষের ভিড় বাড়ছিল। আর এখন দোকানপাট-ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণার পর থেকেই এই ভিড় মানুষের ঢলে পরিণত হয়েছে।

করোনা ভাইরাস সংক্রমণরোধে সরকার নির্ধারিত লকডাউনের মধ্যেও রাস্তায় বাড়ছে যানবাহনের চাপ। ঢিলেঢালাভাবে পুলিশ চেকপোস্টগুলোতে চলছে জিজ্ঞাসাবাদ। গতকাল শনিবার রাজধানীর প্রবেশপথ গাবতলীসহ বিভিন্নস্থানে দেখা যায় এমনই চিত্র।

তবে কর্মস্থলে পৌঁছাতে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে । ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের কর্মজীবীরা পদ্মা পাড়ি দেওয়ার পর শিমুলিয়া ঘাট থেকে অটোরিকশা, মিশুক আর রিকশায় করে সড়কে ভেঙে ভেঙে কর্মস্থলে ছুটছেন। ঐ সব যানবাহনে চড়তে গিয়ে যাত্রীদের গুণতে হচ্ছে বাড়তি ভাড়া।

মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর বলেন, সকালের দিকে রো-রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, ফেরি ক্যামেলিয়া, কিশোরী ও ফেরি রায়পুরায় কাঁঠালবাড়ি ঘাট থেকে যাত্রী ভরে ছেড়ে আসে শিমুলিয়া ঘাটে। ফেরিগুলোতে জরুরি সেবার যানবাহন ছাড়াও অসংখ্য যাত্রী ছিল। যাত্রীদের অধিকাংশ পরিবার নিয়ে ঢাকায় ছুটছেন। ফেরি ছাড়াও ট্রলারে করে যাত্রী পারাপার হচ্ছে। ট্রলারগুলো ঘাটের বাইরে নোঙর করা হচ্ছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের উপমহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, দিনের বেলায় সীমিত আকারে নৌরুটে ফেরি চলাচল করছে। তবে রাতে পণ্যবাহী ট্রাক পারাপারে ফেরির সংখ্যা বাড়ানো হয়ে থাকে। দিনের বেলায় জরুরি সেবার যানবাহন ছাড়াও ফেরিতে ঢাকাগামী যাত্রীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

এই বিভাগের আরও খবর