,

ধান কাটাকে কেন্দ্র করে হামলায় বৃদ্ধ নিহত

দীর্ঘদিন ধরে জমি নিয়ে হারেছ শিকদারের সঙ্গে তার দুই ভাতিজা মাঈন উদ্দিন ও সোহরাব উদ্দিনের বিরোধ চলছিল। মঙ্গলবার ভাতিজা মাঈন উদ্দিন ও সোহরাব রাতের আধারে বিরোধপূর্ণ ওই জমির ধান কাটতে গেলে চাচা হারেছ শিকদার বাঁধা দেন। এ সময় তারা হারিছ শিকদারের ওপর হামলা চালায়। বাবাকে বাঁচাতে হারেছ শিকদারের দুই ছেলে আনোয়ার ও দেলোয়ার এগিয়ে গেলে তাদেরও মারধর করা হয়। পরে ওই বৃদ্ধ ও তার দুই ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভর্তির কিছুক্ষণের মধ্যেই ওই বৃদ্ধের মৃত্যু হয়।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শুনেছি আগে থেকেই ওই দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

এই বিভাগের আরও খবর