ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বসতবাড়ির রাস্তা নিয়ে হামলার ঘটনায় ফারিয়া (০২) নামে একটি কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার গোকর্ণ গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ফারিয়া বরিশাল জেলা রাজু মিয়ার মেয়ে। সম্প্রতি রাজু তার পরিবার নিয়ে শ্বশুর শাহজাহান মিয়ার বাড়িতে বেড়াতে এলে লকডাউনের কারণে সেখানেই ছিলেন।
পুলিশ জানায়, ওই এলাকার কাবির মিয়ার পরিবারের সঙ্গে প্রতিবেশি জসিম মিয়ার চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে বিকেলে জসিম ও কাবির মিয়ার স্ত্রী জ্যোৎস্নার মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে জসিম ১০/১৫ জন লোকসহ দেশিয় অস্ত্র নিয়ে জ্যোৎস্নার ওপর হামলা করে। তখন জ্যোৎস্না হামলা থেকে বাঁচতে পাশের বাড়ির শাহাজান মিয়ার ঘরে আশ্রয় নেয়। সেখানেও তার ওপর হামলা চালালে শাহজাহান মিয়ার স্ত্রীর কোলে থাকা দুই মাসের নাতনির মাথায় আঘাত লাগে। এতে শিশুটির মৃত্যু হয়।
নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন বলেন, এ ঘটনায় ইমদাদ ও মুরসালিন নামের দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।