গাজীপুর প্রতিনিধি: রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জের পর এখন গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
রোববার (১৯ এপ্রিল) পর্যন্ত গাজীপুরে আক্রান্তের সংখ্যা ১৭৩ জন থাকলেও গত ২৪ ঘণ্টার ব্যবধানে আরও ১০৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে গাজীপুরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৯ জনে।
সোমবার (২০ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্সে আলাপকালে গাজীপুরের দায়িত্বশীল কর্মকর্তারা এই তথ্য জানান।
কনফারেন্সের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকালের (রোববার) পরিসংখ্যান দেখে রোগীর সংখ্যা ১৭৩জন বললে, গাজীপুর থেকে যোগদানকারী সরকারের দায়িত্বশীল কর্মকর্তারা সংখ্যা বেড়ে ২৭৯ জনে দাঁড়িয়েছে বলে জানান।