,

গোপালগঞ্জে ট্রাক ও এ্যাম্বুলেন্সের সংঘর্ষে চালক নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে ট্রাক ও এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এ্যাম্বুলেন্স চালক আব্দুস সাত্তার (৫০) নিহত ও ৬ জন আহত হয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) দুপুর ১ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত এ্যাম্বুলেন্স চালক ঢাকার বাসাবো খিলগাঁও এলাকার মফিজ উদ্দিনের ছেলে।

ঘোনাপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মলয় রায় জানান, ঢাকায় বসবাসকারী মিজানুর রহমানের পিতা সাতক্ষীরা গ্রামের বাড়িতে মারা যান। তিনি ঢাকা থেকে একটি এ্যাম্বুলেন্সে করে পরিবারের সদস্যদের নিয়ে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দেন। গোপালগঞ্জের বিজয় পাশায় বিপরীত দিক থেকে আসা কয়লা বোঝাই ট্রাকের সাথে তাদের এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এ্যাম্বুলেন্স ড্রাইভার নিহত হন। এ সময় এ্যাম্বুলেন্সে থাকা মিজানুর রহমানের পরিবারে সদস্যরা সামান্য আহত হন।

এই বিভাগের আরও খবর