,

আইনমন্ত্রীর মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকআইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের মা মুক্তিযোদ্ধা জাহানারা হকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৮ এপ্রিল) সকালে এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।

ওই বিবৃতিতে প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে এই দিন ভোর পৌনে ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতালে আইনমন্ত্রী আনিসুল হকের মা মুক্তিযোদ্ধা জাহানারা হক শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার বয়স হয়েছিল ৮৫ বছর। বাদযোহর বনানীর ১১ নম্বর রোড সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের জামে মসজিদে পারিবারিকভাবে ও সীমিত পরিসরে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

এই বিভাগের আরও খবর