,

কাশিয়ানীতে চলাচলের রাস্তা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে জমির ওপর দিয়ে চলাচলের রাস্তা নেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন।

আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার সকাল ৮ টার দিকে উপজেলার সাফলীডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের এ ঘটনা ঘটে।

উভয়পক্ষের আহতরা হলেন ইবাদত শেখ (৬০), রসুল খাকী (৫০), ফরিদা বেগম (৪৫) ইমদাদুল খাকী (৪০), জুয়েল খাকী (৪০), মিকাইল খাকী (৩৮), আহম্মদ শেখ (৩৫), আইয়ূব আলী (৩০), রিবা বেগম (৩০) ও কাইয়ূম খাকী (২০)।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের ইবাদত শেখের একটি জমির ওপর দিয়ে রাস্তা নেওয়াকে কেন্দ্র করে লবা মোল্যা ও ইবাদত শেখের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে লবা মোল্যার সমর্থক জুয়েল খাকী ওই জমির ওপর দিয়ে ভ্যানে রড নিতে নিচ্ছিলেন। এ সময় ইবাদত শেখ বাঁধা দিলে এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারীসহ উভয়পক্ষের ১০ আহত হন। পরে খবর পেয়ে রামদিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার মোঃ আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেননি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। ওই এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

এই বিভাগের আরও খবর