,

গোবিন্দগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পান্তাপাড়া এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে মজিবর রহমান (৩০) নামে এক মেকানিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মজিবর উপজেলার কোচাশহর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের সেলিম মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে পান্তাপাড়া এলাকায় মহাসড়কের পাশে বিকল একটি ট্রাক মেরামত করছিলেন মজিবর। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়ানো বিকল ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি।

পরে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে দায়িত্বরত মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানি বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও খবর