করোনা আতঙ্কের মধ্যেই বসলো পদ্মা সেতুর ২৮তম স্প্যান। এতে দৃশ্যমান হলো সেতুর ৪ হাজার ২০০ মিটার অংশ।
শনিবার সকাল নয়টায় শরীয়তপুরের জাজিরা প্রান্তে সেতুর ২০ ও ২১ নম্বর পিলারের ওপর বসানো হয় স্প্যানটি। চলতি মাসের শেষ সপ্তাহে ২৯তম স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে প্রকৌশলীদের। এরআগে ২৮শে মার্চ জাজিরা প্রান্তে বসে ২৭তম স্প্যান। মোট ৪১টি স্প্যানের মধ্যে বাকি আছে আরও ১৩ টি স্প্যান।
মূল সেতুর নির্বাহী প্রকৌশলী জানান, করোনা সংক্রমণ এড়াতে এবং শ্রমিক ও প্রকৌশলীদের সুরক্ষা নিশ্চিত করেই পদ্মা সেতুর কাজ চলছে। করোনাভাইরাসের প্রভাবে কাজের গতি পিছিয়ে গেলেও, নির্দিষ্ট সময়ে সেতুর কাজ শেষ করতে চেষ্টার কমতি নেই বলেও জানান তিনি।