কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ কাশিয়ানী উপজেলা ছাত্র কল্যাণ সমিতি।
মঙ্গলবার (৭ এপ্রিল) কাশিয়ানী উপজেলার ১১টি ইউনিয়নে দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে সংগঠনটি।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, মরিচ, ভোজ্যতেল, সাবান ইত্যাদি। এ সহায়তা পেয়ে বেশ খুশি দুস্থ ও অসহায় পরিবারগুলো।
ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ কাশিয়ানী উপজেলা ছাত্র কল্যাণ সমিতি মোঃ হাবিবুর রহমান সুমন বলেন, ‘কাশিয়ানী উপজেলার কোথাও যদি কেউ না খেয়ে থাকে এবং তা আমরা জানতে পারি তাহলে তার বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হবে। খাবারের জন্য কেউকে ঘর থেকে বের হতে হবে না। আমরা খাবার ঘরে ঘরে পৌঁছে দেব।’
সাংগঠনিক সম্পাদক ইমাম হাসান অনিক বলেন, ‘যতোদিন করোনার প্রাদুর্ভাব থাকবে, ততদিন আমাদের খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা যথাসাধ্য দিনমজুর, খেটে খাওয়া, শ্রমজীবি অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করবো।’