বঙ্গবন্ধুর খুনি মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি চাকরিচ্যুত ক্যাপ্টেন আব্দুল মজিদকে ঢাকা থেকে গ্রেপ্তার হয়েছে। দীর্ঘদিন বিদেশে তিনি পলাতক ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এই তথ্য নিশ্চিত করেছেন।
পরে, মঙ্গলবার (৭ই এপ্রিল) বেলা সোয়া ১২টার দিকে, তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাকে কারাগারে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বঙ্গবন্ধুর এই খুনিকে গ্রেপ্তার মুজিবর্ষের সবচে বড় উপহার। আদালতের নির্দেশে তার দণ্ড কার্যকরা করা হবে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার দিবাগত গভীর রাতে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। ফাঁসির সাজা পাওয়া বিদেশে পলাতক বঙ্গবন্ধুর ছয় খুনীর একজন চাকুরিচ্যুত ক্যাপ্টেন আব্দুল মাজেদ। ভারতে লুকিয়ে আছেন বলে সংবাদ মাধ্যমে বিভিন্ন সময় খবর আসলেও ধরাছোঁয়ার বাইরে ছিলেন তিনি।
বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ৩৪ বছর পর ২০১০ সালে ১২ খুনিকে মৃত্যুদণ্ড দেন সর্বোচ্চ আদালত। বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ আসামির মধ্যে পাঁচজনের দণ্ড কার্যকর করা হয়েছে ফাঁসিতে ঝুলিয়ে। সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, এ কে এম মহিউদ্দিন আহমেদ, বজলুল হুদা ও মহিউদ্দিন আহমেদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ২০১০ সালের ২৮ জানুয়ারি। তাদের ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও বাকি ৭ জনের মধ্যে ২০০১ সালে জিম্বাবুয়েতে আজিজ পাশার স্বাভাবিক মৃত্যু হয়। বিভিন্ন দেশে পালিয়ে থাকা ৬ আসামির মধ্যে আজ গ্রেপ্তার হলেন আব্দুল মাজেদ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনিদের বকি ৫ জনের মধ্যে রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে, শরিফুল হক ডালিম স্পেনে, মোসলেম উদ্দিন জার্মানিতে, নূর চৌধুরীকে কানাডায় অবস্থান করছেন। পলাতক অন্য খুনি খন্দকার আবদুর রশীদ কোথায় আছেন সেটা নিশ্চিত নয়।