,

অবশেষে বন্ধ কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুট

ফাইল ফটো

মাদারীপুর প্রতিনিধি: অবশেষে বন্ধ করে দেয়া হলো মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের যাত্রী পারাপার। শনিবার (৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে প্রশাসনের পক্ষ থেকে যাত্রী পারাপার বন্ধ ঘোষণা করা হয়।

বিষয়টি তদারকি করতে নিয়োজিত রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। কাজ করছেন সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা। মাদারীপুরের জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দিনভর হাজার হাজার মানুষ রাজধানী ঢাকার দিকে যাত্রা করেন। এতে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে। এ অবস্থায় উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে আপাতত যাত্রী পারাপার বন্ধ করে দেয়া হয়। তবে, অ্যাম্বুলেন্স ও পণ্যবাহী পরিবহনসহ জরুরি প্রয়োজনে চালু থাকবে ২ থেকে ৩টি ফেরি।

এই বিভাগের আরও খবর