তারিকুল ইসলাম: করোনাভাইরাস মোকাবেলায় গোপালগঞ্জের মুকসুদপুরের অসহায় প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়েছেন মুহাম্মদ ফারুক খান এমপি।
গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি‘র ব্যক্তিগত তহবিল থেকে তার স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীদের মাধ্যমে দু:স্থদের বাড়ীতে বাড়ীতে গিয়ে এসব বিতরণ করা হয়।
৪ এপ্রিল শনিবার দুপুরে উপজেলার পশারগাতি ও বিকেলে বহুগ্রাম ইউনিয়নে এসব বিতরণ করা হয়।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড আতিকুর রহমান মিয়া, সম্পাদক রবিউল আলম শিকদার, যুগ্ম সম্পাদক মহিউদ্দীন আহমেদ মুক্ত এবং ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, সাবেক প্রচার সম্পাদক কাজী ওহিদ, উপদপ্তর সম্পাদক রফিকুল বারী লিপন উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন জানান, সরকারি সাহায্যের পাশাপাশি গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি, তার নির্বাচনী এলাকায় প্রায় ৩ হাজার অসহায়, অসচ্ছল ও হঠাৎ কর্মহীন হওয়া পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন ।
এরই ধারাবাহিকতায় আজ উপজেলার পশারগাতি ইউনিয়ন আওয়ামী লীগ নেতেৃবৃন্দের মাধ্যমে প্রতিটি গ্রাম ঘুরে ঘুরে খাদ্য সামগ্রী তুলে দেন । খাদ্য সহায়তার মধ্যে রয়েছে প্রত্যেককে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ লিটার তেল, ১টি সাবান ও একটি সচেতনতামূলক লিফলেট। একইভাবে কাশিয়ানি উপজেলার রাজপাট ও রাতইল ইউনিয়নে অনুরপ ভাবে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রবিউল আলম শিকদার জানিয়েছেন মুহাম্মদ ফারুক খানের নির্দেশে উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের মাধ্যমে অসহায়, অসচ্ছল ও হঠাৎ কর্মহীন হওয়া তালিকা করা হয়। ওই তালিকা মোতাবেক খাদ্য সহায়তা পৌছে দেয়া হচ্ছে।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড আতিকুর রহমান জানান, ইতোমধ্যে সরকারের ৩ দফা বরাদ্দের পাশাপাশি মুহাম্মদ ফারুক খান খাদ্য সহযোগিতা দিচ্ছেন, এটি যাতে কোনরকম অনিয়ন না হয়, অপচয় না হয় এজন্য সজাগ থাকার জন্য আমাদের সকল পর্যাদের নেতাদের সজাগ থাকার নির্দেশ দেয়া হয়েছে।