নিজস্ব প্রতিবেদক: আগামীকাল রবিবার (৫ এপ্রিল) গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় করোনা সংক্রমণের সার্বিক পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি সরকারের পদক্ষেপ জানাবেন তিনি।
প্রধানমন্ত্রীর এই সংবাদ সম্মেলনটি বরাবরের চেয়ে একটু ব্যতিক্রম হবে। এবার সংবাদ সম্মেলন শুধু বাংলাদেশ টেলিভিশন ও বেতার সরাসরি সম্প্রচার করবে। অন্য কোনো প্রতিষ্ঠানের রিপোর্টার বা আমন্ত্রিত কোনও অতিথি থাকবেন না।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সংবাদ সম্মেলনের মাধ্যমে করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব ও উত্তরণের কর্মপরিকল্পনা ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে জনসাধারণের করণীয় এবং বিভিন্ন সংস্থার করণীয় নিয়ে দিকনির্দেশনা দেবেন তিনি।