নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জনে । নতুন করে মারা যান নি কেউ।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
পরে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ব্রিফিংয়ে জানানো হয়, আক্রান্তদের মধ্য থেকে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৬ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ১৪ জনকে। এ নিয়ে আইসোলেশনে আছেন ৮২ জন।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ১০ লাখ ১৫ হাজার ৪০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫৩ হাজার ০৩০ জন। বিপরীতে সেরে উঠেছেন ২ লাখ ১৩ হাজার ১৩৫ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর হয়েছে ৬ জনের। আক্রান্ত হয়েছেন ৬১ জন।