,

নদীতে পাথর উত্তোলন করতে গিয়ে বালি চাপায় শ্রমিক নিহত

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়ার ভজনপুর করতোয়া নদীতে পাথর উত্তোলন করতে গিয়ে নুর ইসলাম (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ মার্চ)  বিকেলে উপজেলার ভজনপুর মুর্খাজোত এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত নুর ইসলাম উপজেলার তিরনইহাট ইউনিয়নের খয়খাপাড়া এলাকার হানিফের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, দুপুরে করতোয়া নদীতে দলবেঁধে পাথর উত্তোলনের সময় মাটি ও বালির স্তূপের নিচে পড়ে যায় শ্রমিক নুর ইসলাম। পরবর্তীতে স্থানীয়রা ফায়ার সার্ভিস খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যদের চেষ্টায় মরদেহটি উদ্ধার করে তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

এ বিষয়ে ভজনপুর ইউপি চেয়ারম্যান মকসেদ আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান করতোয়া নদীতে পাথর আহরণ করার জন্য পানিতে ডুব দিলে বালির চাপায় নিহত হয়।

এই বিভাগের আরও খবর