,

চেম্বার ও চিকিৎসা বন্ধ রাখবেন না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (ছবি : সংগৃহীত)

নিজস্ব প্রতিবেদক: চেম্বার ও চিকিৎসা সেবা বন্ধ না রাখতে চিকিৎসকদের প্রতি অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (৩০ মার্চ) দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে মন্ত্রী এ অনুরোধ জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেক চিকিৎসকরা সেবা দিচ্ছেন না এবং তাদের চেম্বার বন্ধ রেখেছেন বলে অভিযোগ এসেছে। সেসব চিকিৎসকদের স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে যাবার অনুরোধ করছি।

তিনি বলেন, কিছু স্থানে বেসরকারি মেডিকেল সেন্টার ও চেম্বার বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ আসছে আমাদের কাছে। আমি তাদের উদ্দেশে বলতে চাই এ দুর্যোগের সময় সেবা অব্যাহত রাখবেন।

এর আগে আইইডিসিআর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে ১ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ্য হয়েছেন ৪ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৪৯ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ১৯ জন।

এই বিভাগের আরও খবর